বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

মহেশখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীতে হাফেজ আইয়ূব আলী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া (মাদ্রাসা) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী।

কোরআনের ১ম হতে ১৫ তম পারা গ্রুপে ১৫টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ১৫ তম হতে ৩০ তম পারা গ্রুপে অংশ নিয়েছে বাকি ১৫ প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী।

১ম হতে ১৫ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাতারবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আমির হোছাইন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে- ছোট মহেশখালী তাহফিজুল কোরআন মাদ্রাসা আশ্বরাফ আলী ঘোনা মাদ্রাসার শিক্ষার্থী এরফানুল হক ও তেলিয়াকাটা হাফেজিয়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মোশারফ হোছাইন।

পরবর্তী ১৫ হতে ৩০ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী হামিম মোহাম্মদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মহেশখালীর হোয়ানক কালাগাজীরপাড়ার- নুরিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মিছবাহ উদ্দীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সরওয়াত হক ইনান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল জামেয়াতুল আশ্বরাফিয়া ঝাপুয়া মাদ্রাসা পরিচালক মাওলানা দলিলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা ফয়জুল্লাহ, মুফতি মাওলানা শামসুল আলহসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ