বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

ফরিদপুরে 'ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’-২০২২ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরে ডেন্টাল চিকিৎসকদের উদ্যোগে 'ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ মার্চ) সকাল ১০ টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালন করা হয়।

চিকিৎসক, শিক্ষক ও দন্ত বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ তথ্য নিশ্চিত করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুরের (ডেন্টাল সার্জন) ডা. বি. এম. দেলোয়ার হোসাইন।

উক্ত বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর- এর ডেন্টাল বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. সাঈদ আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর-এর (ডেন্টাল সার্জন) ডা. বি. এম. দেলোয়ার হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর-এর (ডেন্টাল সার্জন) ডা. মো. শামীমুর রহমান (অপু), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর-এর সহকারী রেজি্ট্রার ডা. মো. শাহানুর রহমান (শাহীন), ডা. সালমা আক্তার (ডলি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর এর ডেন্টিস্ট মো. আক্তারুজ্জামান খান।

আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর-এর সাবেক (এফ. টি) শিক্ষার্থী ডেন্টিস্ট হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুর- এর সাবেক (এফ. টি) শিক্ষার্থী ডেন্টিস্ট মো. মুরছালিন ফকির, ডেন্টিস্ট মো. রেজাউল, ডেন্টিস্ট মো. রুবেল, ডেন্টিস্ট সানজিদা, ডেন্টিস্ট ইতি, ডেন্টিস্ট আজমেরী, ডেন্টিস্ট লাইজু আক্তার প্রমুখ।

আলোচনা সভায় ডেন্টাল বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. সাঈদ আহমেদ তার বক্তব্যে বলেন, ৬ মার্চ 'ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ (বিশ্ব দন্ত চিকিৎসক দিবস)। বরাবরের ন্যায় এবার ও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দাঁত আমাদের অমূল্য সম্পদ। দেহের অন্যান্য অঙ্গের ন্যায় দাঁতেরও যত্ন নিতে হবে। আমাদের দাঁত সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং মেডিকেলে যে সব রোগী আসে সবাইকে ভালো করে দাঁত ও মুখ সম্পর্কে তাদেরকে বুঝাতে হবে। সবাই যেনো প্রতিদিন সকালে-রাতে এবং খাবারের পড়ে ভালো করে ২ মিনিট দাঁত ব্রাশ করে। প্রয়োজনে ৬ মাস পর পর চিকিৎসকের কাছে গিয়ে দাঁত চেকআপ করাতে হবে।

ডেন্টাল সার্জন ডা. বি.এম দেলোয়ার হোসাইন বলেন, বর্তমানে দন্ত বিভাগ সমূহের উচ্চতর শিক্ষা, চিকিৎসা, গবেষণাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ এর মাধ্যমে দন্ত রোগের চিকিৎসা, উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হয়। ফলে দন্ত চিকিৎসকদের দন্তরোগের উচ্চতর শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা ও সেবা প্রদান করার সুযোগ তৈরি হয়েছে। সে জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ