শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

সীতাকুন্ডে নিহত-আহতদের জন্য কাতারে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুন্ড বিস্ফোরণে নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্হতা কামনায় দোয়া মাহফিলের আয়ােজন করেছে আল নূর কালচারাল কাতার।

গতকাল (১০ জুন) শুক্রবার বাদ জুমা দোহা জাদিদের ইবনে হাজম জামে মসজিদে আল নূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ড, মুস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক হাফেজ মাওলানা ইউসুফ নূর বলেন, পরলোকগত ভাইদের মাগফিরাতের জন্য দোয়া করা প্রত্যেক মুমিনের কর্তব্য। এটা মুসলিম হিসেবে তাদের পাওনা। এই পাওনা আদায়ে সচেষ্ট থাকলে মৃত্যুর পরে নিজেও নি:সন্দেহে দোয়ার হকদার হবেন এতে সন্দেহ নেই।

বিশেষ অতিথি ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্হাপক নূরুল কবীর চৌধুরী। ইসলামী আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের খতিব ও ওয়াইজ, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর। উপস্হিত ছিলেন আল নূর সেন্টারের অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা তানভীর আহমদ, মাওলানা কারী ইবরাহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান ,গিয়াসুদ্দিন আকোন ও দাবির আকোন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ