বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

২০৪০ সালে দেশ ইউরোপের মত শক্তিশালী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম,
মৌলভীবাজার থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন বলেছেন, ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো শক্তিশালী দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের নতুন প্রতিষ্ঠান অলিলা অপ্যালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য ও ক্ষুধা বাংলাদেশে নেই। চিকিৎসা ও খাদ্যের অভাবে এখন আর কোনও মানুষ মারা যায় না। দ্রব্যমূল্যের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট ও মোবাইল সেবা পৌঁছে গিয়েছে।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে যখন টালমাটাল অবস্থা সেখানে আমরা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো অবস্থানে আছি।

তিনি আরও বলেন, ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজির অপ্রাপ্যতা ও দাম বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা ফুল ক্যাপাসিটিতে রান করাচ্ছি না। যাতে আমাদের ইকোনমিতে চাপ না পড়ে। আর সে কারণেই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে।

এ ছাড়াও অলিলা গ্রুপের প্রশংসা করে মন্ত্রী বলেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানের মতো নতুন প্রজন্ম শিল্প প্রতিষ্ঠান গড়ায় এগিয়ে আসছে। তাই আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পদ্মা সেতুর চেয়েও বড় বড় স্থাপনা তৈরি করতে পারব। দেশে দারিদ্রের হার ১২ শতাংশে কমে এসেছে, যা ভবিষ্যতে আরো কমবে।

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ