বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

মীরসরাইয়ে রেল দুর্ঘটনার কারণ জানতে চায় সংসদীয় কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি মীরসরাইয়ের খৈয়াছড়ায় ঘটে যাওয়া রেল দুর্ঘটনার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ ধরনের দুর্ঘটনা যেন পুনরায় না ঘটে, সেজন্য রেলওয়েকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে কমিটির বৈঠক থেকে। পাশাপাশি রেলগেটগুলোকে অটোমেশন করতে উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।

বৈঠক শেষে ফজলে করিম চৌধুরী বলেন, মীরসরাইয়ের ওই দুর্ঘটনার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। কেন এ দুর্ঘটনা হলো, কীভাবে হলো, আর যাতে না হয় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। রেল কর্তৃপক্ষ তদন্ত করছে।

জানা গেছে, দুর্ঘটনা রোধে রেলওয়েকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। রেলগেটগুলো অটোমেশন করা যায় কিনা সে বিষয়েও উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে রেলের টিকিট যাত্রীর নিজস্ব নামে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিক্রির সুপারিশ করা হয়। সহজ ডটকমের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীকে যেন অধিক অর্থ ব্যয় করতে না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া বিভিন্ন উৎসব, পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী পরিবহনে রেলে বিশেষ কোচ সংযোজনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বেসরকারিভাবে পরিচালিত ট্রেনগুলো থেকে মাসিক রাজস্ব আদায়ের পরিমাণ এবং রেলের মাসিক ব্যয়, গত পাঁচ বছরের ট্রেনওয়ারি তুলনামূলক হিসাব বিবরণী, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রেলওয়ের সব স্টেশন এবং রেলওয়ের অব্যবহৃত জায়গায় সোলার প্যানেল স্থাপন করার বিষয়ে পরীক্ষাপূর্বক প্রতিবেদন, খুলনা-মোংলা এবং কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রতিবেদন, সহজ ডটকম কোম্পানি রেলের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়ার পর চুক্তি অনুযায়ী সেন্ট্রাল ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার এবং কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করেছে কিনা এবং বর্তমানে কোন সার্ভারের মাধ্যমে টিকিট বিক্রি করছে সে বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি বলেন, রেলের আয় বাড়ানোর জন্য বলেছি। তাছাড়া আয়-ব্যয়ের একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৈঠকে রেল মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত চারটি ট্রেনকে নমুনা ধরে মাসিক আয়-ব্যয়ের তুলনামূলক হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ