সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশন নিয়ে অবস্থান তুলে ধরল এনসিপি হেফাজতে ইসলামকে এনসিপির তিন নারী নেত্রীর লিগ্যাল নোটিশ মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রহ. যেন একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে?

সত্যিকারের স্বাধীনতা চাই, যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত নিজেরাই নিবো: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা সত্যিকারের স্বাধীনতা চাই, যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তানীরাই নিতে পারে।

ইমরান খান লং মার্চ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি বলেছেন, সত্যিকারের আজাদী মার্চ লিবার্টি চক থেকে আগামীকাল ১১টায় শুরু হচ্ছে।

ইমরান খান বলেন, বাইরে থেকে পুতুল সরকার চাপানো বন্ধ না হওয়া পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আন্দোলন চলবে।

তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান বলেন, এই লংমার্চ কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এই লংমার্চ কারো সরকারের পতন বা পতনের জন্য নয়, এই লংমার্চ ব্রিটিশদের কাছ থেকে অর্জিত স্বাধীনতার পর প্রকৃত স্বাধীনতার জন্য।

তিনি আরও বলেন, আমরা সত্যিকারের স্বাধীনতা চাই যেখানে পাকিস্তানের সিদ্ধান্ত পাকিস্তানীরাই নেয়, আমরা চাই প্রকৃত স্বাধীনতা যেখানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া পুতুলরা সিদ্ধান্ত না নেয়।

তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান আরও বলেন, সত্যিকারের আজাদি মার্চের আন্দোলন চলবে যতক্ষণ না জনগণ তাদের সিদ্ধান্ত নিতে দেবে, আমরা প্রকৃত স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না ক্ষমতায় আসার বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

এর আগে লাহোরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেছিলেন, আমি আগামীকাল থেকে পদযাত্রার ঘোষণা দিচ্ছি, এই লংমার্চকে রাজনৈতিক বিবেচনা করা উচিত নয়, এটিকে স্বাধীনতা হিসাবে বিবেচনা করা উচিত। সূত্র: আল হেলাল মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ