শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

আমলের ময়দানে ঈমানি জযবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামুল হক।।

আলহামদুলিল্লাহ এ বছর শুধু বাংলাদেশ থেকেই ব্যাপক হারে জামাত এসেছে এমনটি নয়,বহির্বিশ্ব বিশেষ করে ভারত থেকে হাজার হাজার দায়ী উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ।

এক গুজরাট থেকে এসেছে প্রায় ৭০ টির মতো জামাত। বিদেশি মেহমানদের চলাচলের রাস্তাটি বন্ধ করে সেখানেও তাবু স্থাপন করা হচ্ছে।
আর আমাদের দেশের মুখলিস দায়ী ভাইয়েরা

মাঠে, ফুটপাতে, রাস্তার ধারে কোথাও জায়গা না পাওয়ায়, নৌকাতে তাবু করে অবস্থান করছেন। ময়মনসিংহ থেকে আগত আবুল হাসিম জানান; তিনি যদি ভিতরে জায়গা নাও পান রাস্তায় দাঁড়িয়ে,বসে থেকে তিনদিন অনায়াসে কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

এবারের বিশ্ব ইজতেমায় নেপাল থেকে আগত এক দায়ী ভাইকে জিজ্ঞেস করেছিলাম; ইজতেমায় আসতে পেরে আপনার অনুমতি কেমন?বললেন; প্রথমেই আল্লাহ তা'আলার শোকর আদায় করি যিনি আমাদেরকে দূর দেশ হতে ঈমানী এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন।

বাংলাদেশ আমার অত্যন্ত প্রিয় একটি কান্ট্রি এই দেশের নিয়ম শৃঙ্খলা এবং অন্যান্য সুযোগ সুবিধা অতোটা না থাকলেও এখানে ঈমানী জযবা আছে প্রবলভাবে। আমি রাতের আঁধারে বের হয়েছিলাম মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে। দীর্ঘ ১২ বছর যাবৎ ইজতেমায় নিয়মিত আসলেও এই বারের মত এতটা আগ্রহ-উদ্দীপনা অতীতে দেখিনি।

আল্লাহ তাআ'লা সকলের আমল ও এমন অসামান্য কোরবানিকে কবুল করে নিন এবং উত্তম প্রতিদান দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ