শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

কুমিল্লায় সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা কমপ্লেক্সে সাহিত্যপ্রেমীদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত তরণী সাহিত্য কাফেলা-এর উদ্যোগে মুহিউদ্দীন আহমাদ মাসূম-এর সভাপতিত্বে, মুহাম্মদ আশরাফ আলীর সঞ্চালনায় এ সাহিত্য আড্ডা সফলভাবে সম্পন্ন হয়।

সভায় স্বরচিত লেখা পাঠ, পরামর্শ গ্রহণ ও পঠিত লেখার উপর আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাওলানা মো. আমির হামজা, অনুবাদক মাওলানা এনামুল হক মাসউদ, মুফতি গোলাম সামদানী, মাও. আতিকুর রহমান আশরাফী, মাও. মো. শহীদুল ইসলাম।

লেখা পাঠ ও পরামর্শে অংশগ্রহণ করেন আবদুল্লাহ রুবেল, মুফতি আশরাফ আলী তানভির, মাওলানা সালমান ফারসী, নুরুজ্জামান রাফী প্রমুখ।

নারীদের সভায় সরাসরি অংশগ্রহণের সুযোগ না-থাকলেও লেখা পাঠাবার সুযোগ থাকে। সে হিসেবে আমিনা খাতুন নামে একজন নারীর পাঠানো লেখাও সভায় পাঠ করা হয়।

সবার পরামর্শক্রমে সংগঠনের নাম ‘তরণী যাত্রীদল’-এর পরিবর্তে ‘তরণী সাহিত্য কাফেলা’ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্রোহী কবির ‘খেয়া পারের তরণী’ এবং ইসলামি রেনেসাঁর অমর কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ ‘কাফেলা’ এই দুই নামকে একীভূত করে সংগঠনের এই নামকরণ করা হয়।

সভাপতির বক্তব্য, আপ্যায়ন ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে একাদশ সাহিত্যসভা সমাপ্ত।

আগামী সাহিত্যসভা ০৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুর ০২:০০ টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ারও ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ