শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

ঢাকার মীরবাগের জামিয়া দারুস্ সুন্নাহ মাদরাসায় জরুরি ভিত্তিতে মুদাররিস নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন মীরবাগে অবস্থিত জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় জরুরি ভিত্তিতে কিতাব বিভাগে একজন অভিজ্ঞ নাযেমে তা'লীমাত ও দুজন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

শিক্ষাগত যোগ্যতা: দেশের যে কোন স্বনামধন্য ক্বাওমি মাদরাসা হতে দাওরায়ে হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। (মুমতায ও সিরিয়াল প্রাপ্তদের অগ্রাধিকার থাকবে)

অভিজ্ঞতা: দাওরায়ে হাদীস পর্যন্ত কিতাবাদী পড়ানোর যোগ্যতা সম্পন্ন ও শিক্ষকতা পেশায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। (মুহাদ্দিস হলে অগ্রাধিকার থাকবে) নাযেমে তা'লীমাতের জন্য উক্ত পদে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। পদ সংখ্যা: ৩ জন। (বেতন আলোচনা সাপেক্ষে)

আবেদন সংক্রান্ত শর্তাবলী: আবেদনকারীকে সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, বায়োডাটা, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ফোন নম্বর ও ই-মেইল সহ জামিয়া দারুস্ সুন্নাহর অফিস কক্ষে অথবা লেটারবক্সে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ২০/০৩/২০২৩
আবেদন পাঠানোর ঠিকানা: জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা, ১/১/এ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭।

বিশেষ প্রয়োজনে:  01781-113635, 01680-118732

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ