শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। ১০ মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিনরা ভর্তি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্য ভিসির কাছে পাঠানো হবে। ১০-২৭ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
পরে, বিকেলে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ ইউনিটে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। ‘খ’ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ। ‘গ’ ইউনিটে রয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ। ‘ঘ’ ইউনিটে রয়েছে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষক অনুষদ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

যে শিক্ষার্থীরা ২০২১-২২ সালে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা থাকবে কেবল মাত্র তারাই চার ইউনিট সমূহে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকার শর্ত অনুযায়ী কোটায় আবেদন করতে পারবে।

‘ক’ ইউনিটে আবেদন ফি ৮৫০ টাকা, ‘খ’ ইউনিটে ১০৫০, ‘গ’ ইউনিটে ৬০০ এবং ‘ঘ’ ইউনিটে ৫০০ টাকা। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ইবিতে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। প্রতি ইউনিটে ৮০ মার্কের এম সি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুলের জন্য ০.২৫ কাটা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ