শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার ৪ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। গ্যাজেটটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুধু যোগাযোগের মাধ্যমই নয় আরও অনেক কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোন। তবে সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই।

স্মার্টফোন ব্যবহারে কিছু ভুল অনেকেই প্রায়ই করে থাকেন। কিন্তু সচরাচর এই বিষয়গুলো খেয়াল করা হয় না। কিন্তু এসব ভুলেও স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হয়। চলুন দেখে নেওয়া যাক কোন কাজগুলোর কারণে ফোনের আয়ু কমছে-

ভেজা জায়গায় ফোন রাখা: ফোন নতুন বা পুরনো, ভেজা জায়গায় রাখা যাবে না। আজকালকার অধিকাংশ ফোনে আইপি৬৮ ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টান্ট থাকে। কিন্তু তাইবলে ভেজা জায়গায় বেশিক্ষণ রাখার মতো না। ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এমনকি টেবিলে পানি পড়লে তার ওপর ফোন রাখবেন না। অনেক সময় হার্ডওয়ারের ভেতরে তা বড় সমস্যা করতে পারে।

সারারাত ফোনে চার্জ দেবেন না: অনেকেই রাতে ঘুমনোর সময় ফোন চার্জে রেখে ঘুমোন। এমনটাও ঠিক না। কারণ ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও প্রেশার ফেলতে থাকে চার্জার। এভাবে আপনার ফোনের ব্যাটারির সক্ষমতা দ্রুত কমে। অনেক সময় ফোন গরম হয়ে যেতে পারে। নতুন ফোনের ক্ষেত্রে আজকাল এজন্যও ব্যাটারির সমস্যা হয়।

ফোনের চার্জ ১০% এর নিচে আনা যাবে না: ফোনের চার্জ কখনো ১০ শতাংশের নিচে আনা যাবে না। কারণ ব্যাটারির চার্জ অনেক কম হলেও ফোনের আউটপুট কম হয়। এই সময় সফটওয়ার ব্যাটারি অপটিমাইজেশন চালু করে। আর অপটিমাইজেশন চালু হলে ফোনও সব কাজ করতে পারে না। ব্যাটারিতে চাপ মানেই ফোনের ক্ষতি।

গেম খেলার সময় চার্জ নয়: অনেকে গেমিং ফোন কেনেন। খেলার সময় চার্জ দিয়ে রাখেন। এমনটা করবেন না। প্রসেসর তো গরম হচ্ছেই। সঙ্গে চার্জও নিচ্ছে। ব্যাটারি আর প্রসেসর দুটোতেই মাত্রাতিরিক্ত চার্জ থেকে বড় ঝামেলাও হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ