শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

গাজীপুরে মেয়র পদে ১২ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ে নামছেন ১২ জন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জমাদানের শেষ দিন পর্যন্ত তারা জমা দিয়েছেন নিজেদের মনোনয়নপত্র।

এ ছাড়া অন্যান্য পদে আরও ৩৭২ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের জন্য সময় রয়েছে। এরপর বোঝা যাবে, কারা থাকছেন লড়াইয়ের মাঠে।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন ও সংরক্ষিত আসনে ৮২ জন নারী কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদুল ইসলাম আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৪৩ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পাটির মনোনীত এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম ও জাকের পাটির মো. রাজু আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহানুর ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, মোহাম্মদ অলিউর রহমান, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ