শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

আওয়ার ইসলামের ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সাহিত্যমনা তরুণদের মেধা বিকাশে অনুষ্ঠিত হলো ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।

আওয়ার ইসলামের উদ্যোগে ও শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ব্যবস্থাপনায় আবাসিক- অনাবাসিক সুবিধাসহ কোর্সটি ১ রমজান থেকে শুরু হয়ে চলে ২০ রমজান পর্যন্ত। কোর্সে ক্লাস নেন দেশের শীর্ষ আলেম, লেখক-সাংবাদিকরা।

এদিকে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্সের ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় আইটিভি নিউয়র্ক। এর ফলে আর্থিক সঙ্কটে থাকা অনেক তরুণ নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়।

আইটিভি নিউয়র্ক’র সিইও মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, মেধা বিকাশে প্রশিক্ষণের কদর বিশ্বময়। অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম দেশে মাতৃভাষা চর্চায় নিয়মিত ভাষা-সাহিত্য-সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এবারের আয়োজনে পাশে থাকতে পেরে ভালো লাগছে। সময়ের প্রয়োজনে এমন উদ্যোগ প্রশংসনীয়। আওয়ার ইসলামের কাছে এমন আয়োজন আরো চাই। ইনশাআল্লাহ, আমরা যথাসাধ্য সঙ্গে থাকার চেষ্টা করবো।

ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স বিষয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘একটি উন্নত, সমৃদ্ধ ও মেধাবী সোসাইটি গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আওয়ার ইসলাম তরুণদের মেধা বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। বিশেষ করে ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স’ মাতৃভাষা চর্চাকে সমৃদ্ধ করতে ভিন্নধর্মী একটি উদ্যোগ। আইটিভি নিউয়র্ক’র কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনটি শিক্ষাবৃত্তি দিয়ে মেধাবীদের উৎসাহিত করার জন্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ