শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের সফর ঘিরে জমিয়তে ঐক্যের সুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ আন্তর্জাতিক হজরত শাহ জালাল রহ. বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।

এদিকে মাওলানা ফজলুর রহমানের বাংলাদেশ সফর ঘিরে দেশের ভাগ হয়ে যাওয়া দুই জমিয়তের মাঝে ঐক্যের সুর শোনা যাচ্ছে।

দুই জমিয়তের একাধিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।

পড়ুন: বাংলাদেশে আসছেন মাওলানা ফজলুর রহমান

সূত্রে জানা গেছে, মাওলানা ফজলুর রহমানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করতে দুই জমিয়তেই সরব। দুই জমিয়তই মাওলানা ফজলুর রহমানকে বাংলাদেশে আনতে যোগাযোগ রাখছে। এসময় মাওলানা ফজলুর রহমান বাংলাদেশের দুই জমিয়তের নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

সূত্র বলছে, মাওলানা ফজলুর রহমানের এই আহ্বানে দেশের দুই জমিয়তের মাঝে ঐক্যের সুর বেজে ওঠেছে। তার এ আগমন ঘিরে দেশে ভাগ হয়ে যাওয়া দুই জমিয়ত এক হয়ে যাওয়ার আশা করছে নানা মহল।

মাওলানা ফজলুর রহমান বাংলাদেশে দুই জমিয়ত এক করার কার্যকরী উদ্যোগ নেবেন বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক দুই জমিয়তের কেন্দ্রীয় দুই নেতা।

পড়ুন:  লাহোরে মাওলানা ফজলুর রহমানের সাথে বাংলাদেশ জমিয়ত প্রতিনিধি দলের সাক্ষাৎ

এ বিষয়ে দুই জমিয়তের একাধিক কর্মীর সঙ্গে কথা বললে তারা জানায়, দুই জমিয়ত এক হয়ে গেলে দেশে শক্তিশালী দল হিসাবে পথ চলতে পারবে। জমিয়ত ফিরে পাবে হারানো গৌরব।  

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দুই ভাগ হয়ে যায়। ২০১৭ সালের ডিসেম্বরে দলটিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে। এসময় বাংলাদেশ নির্বাচন কমিশনে দলটির নিবন্ধিত নামে সভাপতি ছিলেন আল্লামা আব্দুল মোমিন ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী। তারা মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে দল থেকে বহিষ্কার করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি ২০১৮ সালের জানুয়ারিতে একই নামে ১২১ সদস্য বিশিষ্ট জমিয়তের আরেকটি কমিটি গঠন করেন। বর্তমানে জমিয়তের এক ভাগের সভাপতি শায়েখ জিয়া উদ্দিন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। অপরভাগের (মুফতি ওয়াক্কাস রহ.) সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী ও মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ