নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল ও শাপলার গনহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলে আজ (২মে শুক্রবার) বাদ জুমা মোটর সাইকেল শোভাযাত্রা করেছে হেফাজত ঢাকা জেলা উত্তর।
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, যমযমনূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি আলী আশরাফ তৈয়ব, মাওলানা শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মুফতি আমিনুল ইসলাম কাসেমী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আব্দুল হাই, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা আবু সাঈদ, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি গাজী সিদ্দীকুর রহমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি আরিফুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মুফতি মাহমুদ হাসান হাবিবী, হাফেজ কারী সিরাজুল ইসলাম প্রমুখ।
ঢাকা জেলা উত্তরের বিভিন্ন ইউনিয়ন থেকে হেফাজত নেতাকর্মীরা মোটর সাইকেল, পিকআপ ও হাইয়েস কার সহকারে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে দোয়া পূর্ব সমাবেশে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী আগামীকালের মহাসমাবেশ সফলে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে। অবিলম্বে কমিশন বিলুপ্ত ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এছাড়া আগামীকালের মহাসমাবেশে ঢাকা জেলা উত্তর থেকে লক্ষাধিক হেফাজত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।
এমএম/