শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

প্রথম সফরে মক্কায় সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পবিত্র মক্কায় আহমেদ আল শারা। ছবি: হারামাইন ইনসাইড

|| হাসান আল মাহমুদ ||

ওমরা আদায়ের উদ্দেশে সদ্য স্বৈরাচারমুক্ত দেশ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা মক্কায় অবস্থান করছেন। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এটাই তার প্রথম বিদেশ সফর। 

আজ সোমবার (৩ ফেব্রয়ারি) মক্কার মসজিদ আল হারামে ওমরাহ পালন করেছেন। এসময় তাকে পবিত্র কাবাঘরের ভিতরে প্রবেশ করে প্রার্থনা করার সুযোগ দিয়েও সম্মানিত করা হয়। 

ইনসাইড দ্যা হারামাইন এক পোস্টে এ তথ্য জানিয়েছে। 

এদিকে রাবিবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্যা ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহমেদ আল শারা সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফরে রোববার রিয়াদে পৌঁছেছেন।

বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন সরকার ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাত করার পর সিরিয়ার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার চেষ্টা করার সময় এই সফরটি আসে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো দেশগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে পতনের পর ক্ষমতা গ্রহণ করেন হায়াত তাহরির আল-শাম’র (এইচটিএস) প্রধান নেতা আহমেদ আল-শারা। ওই অভ্যুত্থানের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে গত জানুয়ারি মাসের শেষ দিকে শপথ নেন তিনি।

স্বৈরাচার বাশার আল-আসাদ পরিবার সিরিয়ায় দীর্ঘ ৫০ বছর শাসন করেছে। ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। তবে তিনি এই আন্দোলন কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন। এরপর সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুহারা হন আরও কয়েক লাখ মানুষ। তবে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী তার পতন ঘটানোর পর সিরিয়ায় কিছুটা স্বস্তি নেমেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ