শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কবিরাজির কথা বলে ডেকে নিয়ে ইমামের মোটরসাইকেল চুরি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে কবিরাজির কথা বলে ডেকে নিয়ে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মাহিন আহমদ পনাইরচক জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি কবিরাজিও করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার মাইজগ্রামে।

তিনি জানান, চাচাতো বোনের অসুস্থতার কথা বলে মাহিন আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাদক্ষিণ বাজারে আসার জন্য অনুরোধ করেন আরিফ মিয়া। তার কথামতো মাহিন আহমদ নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকাদক্ষিণ বাজারে যান। মাহিনকে কবিরাজির কথা বলে বাড়িতে নিয়ে যান জামিল আহমদ।

কবিরাজির জন্য রুমে নিয়ে বসানোর কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে কবিরাজ মাহিন দেখেন তার মোবাইল ও মোটরসাইকেল দুটোই হাওয়া। এ সময় ওখানে উপস্থিত আরিফ, ফাহিম ও জামিলকে জিজ্ঞাসা করলে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে বিদায় করে দেন। খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই দুই চোরসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ