শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

খড়ের গাদায় চাপা পড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আত্তার (৩৫) ও তার দুই ছেলে মো. শাহিদ (৫) ও মো. সিয়াম (২)। বুধবার ( ২০ সেপ্টেম্বর ) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সুমি বুধবার সকালে বাড়ির সামনে শুকনো খড়ের গাদা থেকে খড় কেটে গরুকে দিচ্ছিলেন। এ সময় তার দুই ছেলেও মায়ের পাশে খেলছিল। গাদা থেকে খড় টেনে বের করার সময় হঠাৎ খড়ের গাদাটি ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা মা ও দুই সন্তানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর হোসেন বলেন, মা ও দুই শিশু সন্তানের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, নিহত তিনজনের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ