শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

এক যুগ পর চিরকুটসহ টাকা ফেরত পাঠাল চোর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

।।মো. সাখাওয়াত হোসেন।।
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। দীর্ঘবছর ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন তিনি। গত বুধবার (১ নভেম্বর) সকালে দোকান খুলতে গেলে চিরকুটসহ একটি খামে ৩ হাজার টাকা পান কাইয়ুম।


চিরকুটের লেখা পড়েই তার চক্ষু চড়ক গাছ। এক যুগ পর তার দোকান থেকে চুরি যাওয়া টাকা ফেরত দিয়েছে চোর। শুধু তাই নয়, টাকা ফেরত দিয়ে চোর লিখেছে, ‘যেহেতু আপনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনি অবশ্যই জানেন, আল্লাহ তাকে ক্ষমা করেন না, যদি বান্দা ক্ষমা না করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে ৩ হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমাকে চিনবেন কিনা জানি না। কিন্তু আপনি খুব ভালো মানুষ। আমি আপনার দোকান থেকে ছোটবেলায় কিছু...। টাকার পরিমাণ আমার মনে নেই। হয়তো ২০০০, ৩০০০,  বা এর থেকে কম-বেশি হতে পারে।’

‘আমি আসলে গরিব মানুষ। কী বলব, শয়তানের ওয়াসওয়াতেই হোক আর নিজের অভাবের কারণেই হোক, চুরি করার কারণেই হোক আমি আমার ভুল স্বীকার করছি। আসলে আমি বিষয়টা নিয়ে খুব লজ্জিত এবং অনুতপ্ত। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।’

এ বিষয়ে কাইয়ুম মল্লিক বলেন, ‘প্রতিদিনের মতো গত বুধবার সকালে দোকান খুলতে গিয়ে শাটারের পাশেই দেখি, একটি খাম পড়ে আছে। খামটি উঠিয়ে দেখি, খামের মধ্যে চিঠির মতো মনে হয়। খুলে দেখি একটি চিঠি এবং ৩ হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি, তিনি যেন সুখে থাকেন। আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ