বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী  ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

পদ্মায় অভিযানে গিয়ে ধাওয়া খে‌লো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে উপজেলা মৎস্য অফিসের টিম। শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজারে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা হামলা করতে চাইলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেলে পদ্মা নদীর চরজানাজাত এলাকায় অভিযানে নামে উপজেলা মৎস্য অফিস। এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা। পরে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ আহত হননি।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ