বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন ইসরাইলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সংলাপ: ৭ দফা ঐকমত্য ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: তিন দিনে ভারতীয় ১৬ ড্রোন ভূপাতিত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’

মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (৮ মে) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

নেতৃদ্বয় বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করে ভারতের এ হামলা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি এবং উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের ধারাবাহিক বহিঃপ্রকাশ। তারা বলেন, ভারতের এ পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি হামলা, যা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরীহ নাগরিকদের ওপর এ হামলা সাম্রাজ্যবাদী মানসিকতা ও মুসলিম-বিরোধী জিঙ্গোইজমের প্রতিফলন। এর ফলে যদি অঞ্চলজুড়ে যুদ্ধের সূত্রপাত হয়, তার পূর্ণ দায়ভার ভারত সরকারকে নিতে হবে।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন—এই হামলার তদন্ত করে ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং তাকে আন্তর্জাতিক পরিসরে নিন্দিত ও বিচ্ছিন্ন করতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানানো হয়—এই আগ্রাসী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে সুস্পষ্ট কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে।

বিবৃতিতে তারা বলেন, খেলাফত মজলিস মুসলিম উম্মাহর ঐক্য ও প্রতিরক্ষার পক্ষে অঙ্গীকারবদ্ধ। সারাবিশ্বের মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলার বিরুদ্ধে সকল ন্যায্য প্রতিরোধের অধিকারকে সমর্থন করে দলটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ