বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী  ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

আ.লীগের ৫ জন এমপি’ও ভালো খুঁজে পাওয়া যায়নি: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

‘টানা তিনবার অবৈধ নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ৩০০ আসনের এমপির মধ্যে ৫ জনও ভালো এমপি খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ ২০২৪ এর ৭ জানুয়ারি অবৈধ জাতীয় নির্বাচনে দলীয়ভাবে, ২২৩ এমপি হলেও বাকি আসনের এমপি’ও আওয়ামী লীগের দুর্নীতির সাথী ছিল।’ কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন এ মন্তব্য করেন। বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩০০ এমপিদের মধ্যে ৫ জন ভালো এমপিকেও খুঁজে পাওয়া যায়নি, যারা কোন দুর্নীতি করেনি। যদি তারা দুর্নীতি না করত, তবে এভাবে দেশ ছেড়ে পালাতে হতো না।

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাওলানা আজির উদ্দীন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান-সদস্যরাও পর্যন্ত পলাতক। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বাসা থেকে কোটি কোটি উদ্ধার করা হয়েছে। এতে করেই বুঝা যায়- আওয়ামী লীগ দেশের সম্পদ কিভাবে বিদেশে পাচার করেছে।

শরীফপুর স্কুল মাঠে আয়োজিত সমাবেশে শরীফপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা শাহ ইসহাকের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক বাহাউল ইসলাম ইকবাল  ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল জব্বার, মুফতি আশরাফুল হল, কুলাউড়া উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন, কুলাউড়া উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নেজাম উদ্দীন, সহসভাপতি মাওলানা সাইফুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ