বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশন বাতিল না করা সরকারের জন্য অমঙ্গলজনক: খেলাফত মজলিস মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী 

দখলমুক্ত হলো রানীনগর উপজেলা পরিষদের বহিরাঙ্গন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

অবশেষে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন বহিরাঙ্গন অবৈধ দখলের হাত থেকে মুক্ত করা হয়েছে। বিশেষ করে প্রধান ফটক সংলগ্ন দক্ষিণ ও পশ্চিম দিকের সীমানা প্রাচীর সংলগ্ন সড়কগুলো বছরের পর বছর ট্রাক্টর রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার হয়ে আসছিলো। এই বিষয়ে বিগত সময়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাজনৈতিক প্রভাবের কারণে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনকে বিষয়টি জানানো হলে তিনি একাধিকবার ট্রাক্টরের মালিকদের নির্দেশনা দিলেও তা মানা হয়নি। তিনি উপজেলা পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন নওগাঁ-আত্রাই রোড এবং রাণীনগর-আবাদপুকুর রোডের সকল স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে একাধিকবার নোটিশ দেন। তারই প্রেক্ষিতে উপজেলা পরিষদে প্রবেশের প্রধান ফটকের ট্রাক্টর রাখার স্থানটি উদ্ধার করে সেখানে ইটের পিলারের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে। দ্রুতই উদ্ধার হওয়া জায়গায় বিভিন্ন ফুলসহ সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হবে বলে জানান ইউএনও মোহাইমেনা শারমীন।

পথচারী রফিক হাসান, আব্দুল আওয়ালসহ অনেকেই বলেন, এমনিতেই পরিষদ সংলগ্ন রাস্তাগুলো অনেক সংকুচিত তার উপর পরিষদের সীমানা প্রাচীর সংলগ্ন জায়গায় রাতে-দিনে ট্রাক্টর গ্যারেজ করে রাখা হতো। এতে করে মাঝেমধ্যেই দুর্ঘটনার সৃষ্টি হয়। এছাড়া পরিষদের সুম্মখভাগের প্রাচীর অবৈধ দখলে থাকার কারণে পরিষদের সৌন্দর্য চরম ভাবে ব্যাহত হতো। বর্তমানে অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে খুবই ভালো লাগছে। আরো সুন্দর হবে যদি উদ্ধার করা জায়গায় ফুলসহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হয়।

ইউএনও মোহাইমেনা শারমীন জানান, অনেকবার অবৈধ দখলকারীদের জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টি বললে তারা নানা বাহানায় কালক্ষেপন করতে থাকেন। আপাতত ব্যস্ততম আবাদপুকুর রোড সংলগ্ন অবৈধ দখলে থাকা প্রধান ফটকের বহিরাঙ্গনের জায়গায় দিনে কিংবা রাতে ট্রাক্টর রাখার হাত থেকে মুক্ত করতে ইটের পিলার আর প্লাস্টিকের নেটের মাধ্যমে ঘেরাও করে রাখা হয়েছে। দ্রুতই একটি সুন্দর  ও ছিমছাম পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ফুলের গাছসহ সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপন করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ