বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশন বাতিল না করা সরকারের জন্য অমঙ্গলজনক: খেলাফত মজলিস মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী 

গাইবান্ধা পৌর মহাশ্মশান আধুনিকায়নে সংস্কার কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌর মহাশ্মশানের আধুনিকায়নের লক্ষ্যে একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে‌ সাংবাদিক রবিন সেনকে সভাপতি এবং মানিক সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ী সুজন প্রসাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত করে মোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

শ্মশানটির উন্নয়নে প্রাথমিকভাবে প্রায় দুই লক্ষ টাকার একটি ফান্ড গঠন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণের দীর্ঘদিনের দাবি ও সামাজিক প্রয়োজনে সাড়া দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

তারা আশা প্রকাশ করেন, এই সংস্কারের মাধ্যমে গাইবান্ধা পৌর মহাশ্মশানের অবকাঠামোগত উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে বিকেলে কমিটি গঠনের পূর্বে মানিক সরকার, রবিন সেন, মানিক রায়, সৌমেন ভট্টাচার্য শম্ভু, সঞ্জয় সাহা, বাপ্পা সাহা ও অলোক কুমার দেব মুক্তির আহবানে একটি  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ