বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী  ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

মুজিবের আমল ছিল চোরের, হাসিনার ডাকাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, শেখ মুজিব পেয়েছিলেন চোরের খনি আর শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। বিগত ১৬ বছরের শাসনামলে পুরো দেশকে ডাকাতদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। হত্যা, নির্যাতন, গুম, ফাঁসি দিয়ে পুরো দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাছুম আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছিল, তারা ইসলামের ওপর বারবার আঘাত হেনেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত সরিয়ে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল, কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করে পুরো শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ধর্ম শিক্ষাকে নিশ্চিহ্ন করে নাস্তিকদের পুনর্বাসন করেছিল।’

ফেনী জেলা আমির এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ