মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


আ.লীগ অফিসসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে ভবেরচর বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় ৭টি অবৈধ দোকান ও স্থাপনা ভ্যেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি অফিস সংশ্লিষ্টরা।

ভবেরচর বাজারে বাংলাদেশের দুটি প্রাচীন ও বৃহৎ দলীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুটি অফিসে মধ্যে আওয়ামী লীগের অফিস ভ্যেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিনের অনেক রিকোয়েস্টের বিএনপির অফিস আগামী দুই দিন সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হবে এ অঙ্গীকারবদ্ধে ভাঙা থেকে রক্ষা করে।

এছাড়া বাজারের সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছে তাদেরও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এ আজকে ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ