শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিং, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রমজানের প্রথম দিনেই (রোববার) শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

দোকানের লাইসেন্স না থাকায় শহরের রূপগঞ্জ বাজারের মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে ৫ হাজার টাকা এবং মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় ফল ব্যবসায়ী তারক বিশ্বাসকে এক হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি দেখা যায়। পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন ক্রেতা সাধারণ।

এ ব্যাপারে নড়াইল সদরের ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, বাজার মনিটরিং আমাদের নিয়মিত কাজ। এছাড়া মাহে রমজান শুরু হয়েছে। আর্মি ক্যাম্পের সহযোগিতায় আমরা বাজার মনিটরিং করছি। পুরো রমজান মাসসহ অন্য সময়েও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ভোক্তা বা গ্রাহক পর্যায়ে যাতে কেউ অসুবিধা সৃষ্টি করতে না পারে, সেদিকে আমরা সচেষ্ট থাকব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ