শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

জাতীয় হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৃতি হাফেজে কোরআনদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ। 

গতকাল বুধবার (১২মার্চ)চট্টগ্রাম জি.ই.সির মোড়স্থ জামান হোটেল এন্ড বিরাণী হাউসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জাতীয় হাফেজে কোরআন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ নোমান ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা  হাফেজ আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. শহিদুল হক বলেন, পবিত্র কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্র কোরআনের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। পৃথিবী যতদিন থাকবে, পবিত্র কোরআনকে মুছে ফেলা যাবে না। আমাদের হাফেজরা এই কোরআনকে বুকে ধারণ করেন।

তিনি আরো বলেন,পবিত্র কুরআন হিফজের পাশাপাশি ভালো করে বুঝতে হবে। কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। কুরআনের এই পবিত্র বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদ বায়তুশ শরফ এর সেক্রেটারী হাফেজ আমান উল্লাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী,ডা: হাফেজ মুজিবুর রহমান,অধ্যাপক হাফেজ ড. নোমান হাসান মাদানি, কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমান, হাফেজ মুহাম্মদ সালাহ উদ্দীন,মাওলানা হাফেজ মিসবাহ উদ্দিন,এডভোকেট হাফেজ নাঈম আহসান তালহা,সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শহিদুল্লাহ,দপ্তর ও প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাঈদ আহমদ নাসিফ,রাঙামাটি জেলা সভাপতি মাওলানা হাফেজ আতাউর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ডা. সাজ্জাদ রশীদ মারুফ,কার্যকরি পরিষদ সদস্য মাওলানা হাফেজ হাবিব আজাদ,মাওলানা হাফেজ দেলাওয়ার হোসেন সাকীসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। 

এ সময় প্রবীণ হাফেজে কোরআন হিসেবে  মাওলানা হাফেজ মাহফুজুর রহমান,চিকিৎসা বিষয়ে বিশেষ অবদান রাখায় ডা. হাফেজ মুজিবুর রহমান,সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হাফেজ আমান উল্লাহ ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাওলানা হাফেজ ড. নোমান হাসান মাদানিকে সম্মাননা প্রদান করা হয়।

এরপর প্রবীণ হাফেজ মাহফুজুর রহমানের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ