শনিবার, ১৭ মে ২০২৫ ।। ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১৫ জনের চাকরির সুযোগ! মতিঝিলে তিন তলা ভবনে আগুন বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস  ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বড় নাশকতার পরিকল্পনা, গ্রেফতার ১ রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা মসজিদগুলো শান্তি রহমত ও নিরাপত্তার প্রাণকেন্দ্র  আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের ছক যুক্তরাষ্ট্রের আরব লীগ সম্মেলনে ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধির আহ্বান স্পেন প্রধানমন্ত্রীর তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন চামড়াশিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে জমকালো আয়োজনে সৃজনঘর মিটআপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের পাঁচ প্যানেলের অংশগ্রহণে 'সৃজনঘর মিটআপ-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় সিলেট প্যারাডাইস ইন নাইওরপুলে সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীমের সঞ্চালনায় কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহযোগী সদস্য মোহাম্মদ আলী শরীফ এবং সংগীত পরিবেশন করেন আহমদ উসমান। 

সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সৃজনঘর উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি জিয়াউর রহমান, পৃষ্ঠপোষক মাহফুজুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, অ্যাডভোকেট ফুরাহিম হুসাইন। স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীল ও মাওলানা ইনাম বিন সিদ্দিক।

নতুন সহযোগী সদস্যদের মধ্যে অনুভূতি পেশ করেন ওয়ালী রহমান, বশির ফয়ছল, বুরহান উদ্দিন, যায়েদ রহমান প্রমূখ। আয়োজিত এ আয়োজনে সৃজনঘরে যুক্ত হওয়া সিলেটের একঝাঁক মেধাবী তরুণ সহযোগী সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দায়িত্বশীলরা। 

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের পরিকল্পনা, প্রতিবেদন পেশ করেন সৃজনঘর সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীম। এ সময় এক দশকের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম, প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান, আবু সুফিয়ান নাসিম, লাবীব হুমায়দী  প্রমুখ।

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ