শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

কুমিল্লায় ‘ইসলামে নারীর মর্যাদা ও অধিকার’ শীর্ষক সেমিনার আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে ২০২৫) কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার"। সেমিনারটি আয়োজন করেছে কুমিল্লা জেলা উলামা পরিষদ। 

কুমিল্লা থেকে মাওলানা এমদাদুল্লাহ খাঁন আওয়ার ইসলামকে জানান, কুমিল্লা জেলা উলামা পরিষদের উদ্যোগে আগামীকাল বাদ যোহর কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‍“ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।” উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। অতিথি হিসেবে উপস্থিত হবেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন। 

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মোহাম্মদ নোমানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও প্রখ্যাত আলোচকবৃন্দ। 

সেমিনারে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক এবং কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক।

আগামীকালের এ সেমিনার ঘিরে ইতোমধ্যে কুমিল্লা ও তার আশপাশ অঞ্চলগুলোতে জোরদারভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ