শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

প্রাচীন গালুয়া মাদরাসার নতুন নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল গাফফার খান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ ঝালকাঠির ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশরাফিয়া মাদরাসার নির্বাহী মুহতামিমের (প্রিন্সিপাল) দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল গাফফার খান। তিনি এতদিন মাদরাসাটির নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। শুক্রবার (১৩ অক্টোবর) শত বছরের ঐতিহ্যবাহী এই মাদরাসার নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মীর জিয়া উদ্দিন মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলামকে ছদরে মুহতামিম এবং মাওলানা আব্দুস সাত্তার শাহকে নায়েবে মুহতামিম করা হয়। কমিটি মাওলানা আব্দুল গাফফার খানকে সার্বক্ষণিক দায়িত্ব পালন, মাদরাসায় ২৪ ঘণ্টা অবস্থান, এলাকার সর্বস্তরের মানুষ এবং মাদরাসার শুভাকাঙ্ক্ষী, দানশীল ব্যক্তিদের সাথে সার্বিক যোগাযোগ, মাদরাসার ছাত্র-শিক্ষকদের তত্ত্বাবধানের জন্য একজন নায়েবে মুহতামিম নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এছাড়া সিনিয়র শিক্ষক মাওলানা ছরোয়ার হুসাইনকে শিক্ষা সচিব, মুফতি সাইফুল ইসলামকে বোর্ডিং সুপার, মাওলানা নাজিবুল হককে সহকারী হিসাব রক্ষক এবং হাফেজ মাওলানা মুফতী মুহাম্মাদ জাকারিয়া খানকে হোস্টেল সুপারের দায়িত্ব দেওয়া হয়।

সভায় মাদরাসার ছাত্র বৃদ্ধি, আর্থিক ফান্ড মজবুত, পড়াশোনার মান উন্নয়নসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করা হয়। সভায় সভাপতি বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গালুয়া মাদরাসার নবনির্বাচিত নায়েবে মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার খান, কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক ওসি মনোয়ার হুসাইন, সহসভাপতি সৈয়দ জাকির হোসেন সেন্টু, মঞ্জুরুল আলম, ইলিয়াস ফরাজি, মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইউম তহশিলদার, মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সহসাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আমিন খোকন, অর্থ সম্পাদক সৈয়দ কবির হুসাইন, সদস্য জাকির হোসেন মোল্লা, মীর মনিরুজ্জামান, ফিরোজ হাওলাদার, হেমায়ত উদ্দিন, মাওলানা আলমগীর হুসাইন, কারিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ছরোয়ার, মাওলানা নাজিবুল হক, কাজী আব্দুল জলিল, মুফতী মুহাম্মাদ সাইফুল ইসলামসহ কমিটি অন্যান্য সদস্য এবং মাদরাসার শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, দেশের দক্ষিণ জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশরাফিয়া মাদরাসার বয়স ১০৪ বছর। ১৯১৯ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন পীরে কামেল মাওলানা মাহতাব উদ্দীন খান রহ.। মাওলানা আব্দুল গাফফার খান প্রতিষ্ঠাতার পৌত্র।

আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ