শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

জানা যায়, গত সোমবার (১৭ র্মাচ) বিকেলে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীনের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মাকসুদ মুজিব।

এ সময় বোর্ডের মহাসচিব মূফতি জহিরুল ইসলাম সিরাজী বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭/০৯/১৪৪৬ হিজরী মোতাবেক ১৮/০৩/২০২৫ ঈসায়ি রোজ মঙ্গলবার সকল শাখার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। 

ফলাফলের অনুলিপি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীন, সহ-সভাপতি মুফতি যুবায়ের আহমাদ মাযাহেরী, মাওলানা নুরুল ইসলাম কাসিমী, প্রধান সমন্বয়ক মুফতি গোলাম রাব্বীসহ বোর্ডের অন্যান্য দায়িত্বশীলগন।

সভাপতি মাওলানা নাজমুদ্দীন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেন যে, তিনি আমাদের দ্বারা এ কাজ নিয়েছেন। তিনি আরও বলেন যাদের আন্তরিক প্রচেষ্টা ও মেহনতের ফলে বোর্ডের কার্যক্রম এ পর্যন্ত আসছে আল্লাহ তাআলা তাদের সবার মেহনতকে কবুল করেন। 

এক বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ জানান, এবার মোট দুটি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং সারা দেশ থেকে মোট ১৪৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেছে। এতে গড় পাশের হার ৯৮% এবং মোট উত্তির্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন।

দুই মারহালায় মেধা তালকিায় স্থানপ্রাপ্তরা হলেন:

মারহালা ফরজে আইন কোর্সে 

১ম স্থান অধিকার করেছে কুষ্টিয়া জেলার ইলমে ওহীর পাঠশালা, ভেড়ামারা কুষ্টিয়ার ছাত্র আনিছুর রহমান, তার প্রাপ্ত গড় নম্বর ৯৬.৬। 

২য় স্থান অধিকার করেছেন শেরপুর জেলার মারকাজুল হুদা নৈশ মাদারাসা, সজবরখিলার ছাত্র এ এস এম নাঈম, তার প্রাপ্ত গড় নম্বর ৮৯.৮।

৩য় স্থান অধিকার করেছেন শেরপুর জেলার মারকাজুল হুদা নৈশ মাদারাসা, সজবরখিলার ছাত্র শোয়েব আহমাদ তার প্রাপ্ত গড় নম্বর ৮৭.৭।

৪র্থ স্থান অধিকার করেছেন নওগাঁ জেলার জামিআতুল ইসলামিয়া রিয়াজুল জান্নাহ কাওমী মাদরাসার ছাত্র আরমান খাঁ, তার প্রাপ্ত গড় নম্বর ৮৭.৪।

৫ম স্থান করেছেন কুষ্টিয়া জেলার ইলমে ওহীর পাঠশালা, ভেড়ামারা, কুষ্টিয়ার ছাত্র ইফতেখার করিম, তার প্রাপ্ত গড় নম্বর ৮৫.৮। 

মারহালা তরজমাতুল র্কোস ( ২য় র্বষ)

১ম স্থান অধিকার করেছেন কুষ্টিয়া জেলার ইলমে ওহীর পাঠশালা ভেড়ামারার ছাত্র রুহানুল ইসলাম, তার প্রাপ্ত গড় নম্বর ৯৩.৯। 

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২জন। তারা হলেন,
ঢাকা জেলার আন-নুর ইসলামিয়া নৈশ মাদরাসা, মুহাম্মাদপুর-এর ছাত্র সামস সুহৃদ, তার প্রাপ্ত গড় নম্বর ৮৮।
অন্যজন ঢাকা জেলার তালীমুদ্দীন একাডেমী (নৈশ মাদরাসা) লালবাগের ছাত্র ইমতিয়াজুল হক, তার প্রাপ্ত গড় নম্বর ৮৮।

৩য় স্থান অধিকার করেছেন ঢাকা জেলার তালীমুদ্দীন একাডেমী (নৈশ মাদরাসা) লালবাগের ছাত্র আব্দুর রহমান, তার প্রাপ্ত গড় নম্বর ৮৭.৭।

উল্লেখ্য, ঢাকা (মুহাম্মাদপুর, লালবাগ,কামরাঙ্গীচর, কেরানীগঞ্জ, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ী, খিলক্ষেত, সাভার, রামপুরাসহ সারা ঢাকাতে) ও ঢাকার বাহিরে (গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ, মানিক গঞ্জ সদর, চাঁদপুর, কুমিল্লা, শেরপুর, ফরিদপুর, কুষ্টিয়া, মোমেনশাহী, নওগাঁ, পঞ্চগড়, নাটোর, হাটহাজারী,  সিলেটসহ সারা দেশে) শতাধকি নৈশ মাদরাসা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষ বোর্ড-এর ইলহাকভুক্ত আছে ৪৮ টি মাদরাসা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ