শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

ইফতা ও উলুমুল হাদিসে ভর্তি নিচ্ছে জামিয়াতুল বালাগ আলইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইফতা ও উলুমুল হাদিস বিভাগে ভর্তি নিচ্ছে রাজধানীর জামিয়াতুল বালাগ আলইসলামিয়া।

প্রাথমিক দ্বীনি শিক্ষা এবং গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দা'ওয়াহমূলক এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানিয়েছে।   

প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি করা হবে, ইনশাআল্লাহ।

বিভাগসমূহ:

১. উলূমুল হাদীছ (২ বছর মেয়াদী)

২. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী)

৩. মাদানী নেসাব (১ম বর্ষ ৪র্থ বর্ষ)

৪. হিফয বিভাগ

৫. নরানী ও নাযেরা বিভাগ

বৈশিষ্ট :

ইফতা ও উলূমুল হাদীস বিভাগ দুটি মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উদ্ভাদবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত। উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।

পরীক্ষার বিষয়:               

                                                   উলূমুল হাদীস বিভাগ            

লিখিত পরীক্ষা: (ক) ফাতহুল বারী ১ম খন্ড ও শরহু নুখবাতিল ফিকার।

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ বাংলা ও আরবী।

মৌখিক: ফন সংশ্লিষ্ট যে কোনো কিতাব।

ইফতা বিভাগ

লিখিত পরীক্ষা: (ক) হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও নূরুল আনওয়ার। (কিতাবুল্লাহ্)

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ। বাংলা ও আরবী।

মৌখিক: হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোনো বিষয়।

ইফতা বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ : মাওলানা মুফতী ছফিউল্লাহ (০১৮১৫-০৯৫৩৫০)

উলূমুল হাদীস বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ: মাওলানা মুহাম্মাদ মুসলেহুদ্দীন (০১৪০৬-৫৬৮৬৪১)

সার্বিক যোগাযোগ : মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী (মুহতামিম, অত্র জামিআ)

লোকেশন: শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ (মুহতামিম) ০১৮১৭-৫১০১৮০

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ