শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

ইবতিদাইয়ায় (প্রাইমারি) মেধাতালিকায় শীর্ষে যেসব মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ী-এর মো: মিরাজ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৫৯৪।

২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ রাইহান। তার প্রাপ্ত নম্বর ৫৯৩।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-

  • কিশোরগঞ্জ জেলার জামিয়া নূরানীয়া, তারাপাশা (বয়লা)-এর কে. এম. সিফাত আহসান এবং
  • কুষ্টিয়া জেলার ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদরাসা, দৌলতপুর-এর মুহা: ছাদিকুজ্জামান। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৯২।

অন্য দিকে ইবতিদাইয়া (প্রাইমারি) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-

একা জেলার কাসিমুল উলুম শরীফিয়া বালিকা মাদরাসা, ইসলামপুর, ধামরাই-এর সুমাইয়া আক্তার এবং
• ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা.), ঢালকানগর-এর শেখ আহনাফ রাদিয়া নূহা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৯।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

- হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), আদমখানী, বানিয়াচং-এর নৌরিন চৌধুরী মায়িশা এবং

  • গাজীপুর জেলার খাদেমুল কুরআন বালিকা মাদরাসা, বনমালা রোড, টঙ্গী-এর জান্নাত। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৮।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

  • গাজীপুর জেলার কেওয়া দারুল হিকমাহ কওমী মহিলা মাদরাসা, পূর্বখণ্ড, শ্রীপুর-এর আদিবা খাঁন এবং
  • ময়মনসিংহ জেলার রাবেয়া বসরী মহিলা মাদরাসা, মধ্যহিস্যা, মুক্তাগাছা-এর খাতুনে জান্নাত অনন্যা। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৫৮৭।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ