শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

বেফাক পরীক্ষায় আশরাফুল মাদারিস সতীঘাটার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, এ বছর মাদরাসা থেকে ৪৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকায় ১৯৪ জন স্থানলাভ সহ মুমতায (A+) ৩৭২ জন, জায়্যিদ জিদ্দান (A) ৮৪ জন, জায়্যিদ (A-) ১৮ জন, মাকবুল (B) ৩ জন ও রাসিব ১ জন।

হিফয বিভাগে একাধিক ১ম স্থানসহ ২৬ জন, ইবতিদাইয়া মারহালায় ১২১ জন, মুতাওয়াসসিতা মারহালায় ৪০ জন, সানাবিয়া মারহালায় ১ জন, সানাবিয়া উলইয়া মারহালায় ৪ জন এবং ফযীলত মারহালায় ২ জন। মোট ১৯৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে।

মাদরাসা কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে জানায়, আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ‘আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় বরারবরই ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে।

এ ফলাফলে স্থানীয় আলেম-উলামা ও অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রশংসা ও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আল্লাহ তাআলা ‘আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর’কে আরো উন্নতি দান করবেন, ইনশাআল্লাহ। 

মাদরাসার মুহতামিম ও খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ বলেন, এই সাফল্যের পিছনে আকাবির হযরাতের তাওয়াজ্জুহ, উস্তাদ-শিক্ষার্থীদের মেহনত ছাড়া আমার কিছুই নেই। এগুলো সব আল্লাহ তাআলার মেহেরবানি। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের জন্য সকলের কাছে বিশেষ ভাবে দুআ চেয়েছেন।

মাদরাসার নাযিমে তালিমাত বলেন, ‘মহান রববুল আলামিনের মেহেরবানীতেই এ ধরণের ফলাফল সম্ভব হয়েছে। সাথে সাথে আমাদের মুরব্বী হযরত মুহতামিম সাহেবের দিকনির্দেশনা, ফিকির, তাওয়াজ্জুহ ও দুআর বদৌলতেই আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এছাড়াও মাদরাসার সকল উস্তাদ ও জামাতভিত্তিক নেগরানগণের নিরলস মেহনত ও তালিবে ইলমদের অক্লান্ত পরিশ্রমে ঈর্ষণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ