শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

মেশকাতে ১ম স্থানসহ ঈর্ষণীয় সাফল্য ফাতিমাতুযযাহরা’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেক্স: গত ৮ বছর যাবত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল আরাবিয়া বাংলাদেশ (ছাত্রী শাখা)’র অধীন কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকার গৌরবময় স্থান ধরে রেখেছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রামপুরায় অবস্থিত ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা ঢাকা।

সাফল্যের এই ধারা বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষাতেও বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

গতকাল ২৭ মার্চ  ২৬ শে রমজান প্রকাশিত বেফাকের ফলাফলে দেখা যায়, বিভিন্ন মারহালার মেধাতালিকায় ১ম, ২য়, ৩য়, ৪য়, স্থানসহ মোট ৫৪ টি  মেধাস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।  

  • ফযীলত (মেশকাত)-এ ১ম স্থানসহ ২ জন,
  • সানাবিয়া উলইয়াহ (শরহে বেকায়া)-য় ২য়, ৩য়, ৪য়, স্থানসহ ৯ জন,
  • মুতাওয়াসসিতা (নাহবেমীর)-এ ৩০ জন,
  • ইবতিদাইয়াহ (তাইসীর)-এ ১২জন এবং হিফযুল কুরআন বিভাগে ১ জন শিক্ষার্থী এ গৌরবের স্বাক্ষর রেখেছে।

এছাড়াও মাদরাসাটি প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষা আল হাইয়াতুল উলইয়াই ২য়, ৩য় স্থানসহ অসংখ্য মেধা তালিকা অর্জন করে আসছে। 

গত বছরে হাইয়াতুল উলইয়াই সবচেয়ে বেশি (৫টি)মেধাস্থান লাভ করে দেশের অন্যতম সেরা এ প্রতিষ্ঠানটি। পাশাপাশি বেফাক ও হাইয়ায় সর্বমোট ৬১টি মেধাতালিকা অর্জন করেছে।

৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা ইবতিদাইয়াহ মারহালায় সারা দেশে প্রথম স্থান লাভ করেছে।

ফলাফলের বিষয়ে মাদরাসাটির মুহতামিম মাওলানা মাওলানা মাহমুদ জাকির বলেন, সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। কারণ তিনিই আমাদের এ সফলতা দান করেছেন। তার দেওয়া তাওফিক ও বদৌলতেই ছাত্রীরা কঠোর পরিশ্রম করে সফলতার ধারা বজায় রেখেছে। 

 

প্রতিষ্ঠানটির অভাবনীয় এ সাফল্যের রহস্য সম্পর্কে তিনি বলেন, ছাত্রীদের মেধা ও মেহনতকে উপযুক্ত পন্থায় কাজে লাগাতে একঝাঁক আলেমা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করেন।শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধানই ভালো ফলাফলের অন্যতম রহস্য। এখানে সকল শিক্ষকা-ছাত্রী নিজ নিজ রুটিনের প্রতি যত্নবান। লেখাপড়ার নিয়মতান্ত্রিকতা,পর্যাপ্ত অনুশীলনী, সমহারে লেখাপড়ার প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি।

এসময় তিনি  ‘ভবিষ্যতে যেন ছাত্রীরা সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেন’ এর জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন জামিয়া কাসেম নানুতবীর শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা জাকির মাহমুদ। বর্তমানে ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা‘র শায়খুল হাদিস ও মুরব্বী হিসেবে আছেন মালিবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমাদ, বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, পীরজঙ্গি মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুল আখির প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ