শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

বেফাকে লালমনিরহাটে শীর্ষে মারকাযুল কুরআন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের লালমনিরহাটের আদিতমারীতে অবস্থিত আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মাদরাসা' (বালক ও বালিকা শাখা) বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। এই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ'র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ বছর এই মাদরাসা থেকে ১১৫ জন মুমতায হয়েছে। তন্মধ্যে ৯০ (নব্বই) জন ছাত্র-ছাত্রী মেধাতালিকায় স্থান লাভ করেছেন। যা লালমনিরহাট জেলার শীর্ষে অবস্থান করছে।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়,

মারহালা : সানাবিয়া উলয়ায় (উচ্চমাধ্যমিক) মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩ জন।

মারহালা : মুতাওয়াসসিতায় (মাধ্যমিক) মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩০ জন।

মারহালা : ইবতিদাইয়ায় (প্রাথমিক) মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫৭ জন।

সর্বমোট মেধাতালিকা লাভ করেছেন ৯০ জন

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন বলেন, 'মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এবং আপনাদের নেক দু'আর বরকতে প্রতিষ্ঠানটি সহীহ ইলমে দ্বীন শিক্ষাদানের ক্ষেত্রে লালমনিরহাট ও পার্শ্ববর্তী জেলাসমূহে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।'

মুহতামিম জানান, 'আলহামদুলিল্লাহ! বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এবং মাদানী নেসাব-এর সমন্বয়ে যুগোপযোগী সিলেবাস অনুযায়ী পরিচালিত মক্তব, হিফজ ও কিতাব বিভাগে (দাওরায়ে হাদীস পর্যন্ত) বর্তমানে ১৪ শতাধিক ছাত্র/ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। ৭০ জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকামণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে উন্নত শিক্ষা ও তরবিয়ত নিশ্চিত করণে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাছাড়া বার্ষিক সমাপনী পরীক্ষা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড-এর অধীনে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা ঈর্ষণীয় ফলাফল করে থাকে। সেই ধারাবাহিকতায় 
এবছরও আমাদের ৯০ জন ছাত্র-ছাত্রী বোর্ড স্ট্যান্ডসহ মোট ১১৫ জন মুমতায হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামীনের কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশা করি।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ