শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হবার নয়: ইউকে জমিয়ত সাম্রাজ্যবাদের ফান্ডখোরদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না: হেফাজত আমির আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

যেসব মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বারিধারার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই বিদায় ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে, তাহলে তাঁর নতুন ঠিকানা কোথায়। 

আওয়ার ইসলাম খোঁজ নিয়ে দেখেছে, দেশের প্রবীণ শায়খুল হাদিস রাজধানীতেই একাধিক মাদরাসায় হাদিসের খেদমতে নিয়োজিত থাকবেন। তিনি স্থায়ীভাবে শায়খুল হাদিস হিসেবে যোগ দিয়েছেন উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায়। 

এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন। 

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা মাদরাসা থেকে বিদায় হন। বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা মুনির কাসেমী তার বিদায়ের খবর নিশ্চিত করলেও তাঁকে অব্যাহতি দেওয়া হয় নাকি তিনি নিজেই প্রতিষ্ঠানটি ছেড়েছেন সে ব্যাপারে কিছু বলেননি। 

মাওলানা নূর হোসাইন কাসেমী বিগত শতকের আশির দশকের গোড়ার দিকে যাদের নিয়ে বারিধারা মাদরাসা শুরু করেন তাদের একজন আল্লামা উবায়দুল্লাহ ফারুক। একজন ইলমি মানুষ হিসেবে তিনি সর্বমহলে পরিচিত। ছাত্রদের কাছেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

প্রবীণ আলেম মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাদিসের খেদমতের পাশাপাশি ইসলামি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। এছাড়াও দীনি ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ