সোমবার, ১৯ মে ২০২৫ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হলেন প্রচার বিমুখ বরেণ্য আলেম  আহমদ আব্দুল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সহ চবি ছাত্রদলের ৫ দফা দাবী কাবুলে চিকিৎসাসেবা, তালেবান সরকারের প্রশংসা কুড়ালো মারকাজুল ইসলামী মানুষের ভালোবাসা নাকি ঘৃণা- কোনটা নিয়ে বিদায় হবেন ড. ইউনূস? আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান নির্বাচন হতে পারে ডিসেম্বরেই তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা ‘সমমনা ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করলে বিজয় সম্ভব’ আরও সাঁড়াশি ইসরায়েল, গাজায় ব্যাপক স্থল হামলা শুরু জমিয়ত সহ-সভাপতি আব্দুল কুদ্দুস কাসেমীকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব  সৌদি-ইসরায়েলের সম্পর্ক ঠেকাতে গাজায় ঝরল ৫৩ হাজার প্রাণ

৫ মাসে হাফেজা হলেন মানসুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজা মানসুরা

মিরপুর দুই নম্বরে অবস্থিত মাদরাসাতুল কুরআন লিল বানাতের হিফজ বিভাগের আট বছর বয়সী এক ছাত্রী ৫ মাসে হাফেজা হয়েছেন।

ছাত্রীর নাম মানসুরা। বাবা মোহাম্মদ সোহেল মিয়া। গ্রামের বাড়ি পটুয়াখালী। তার বাবা বর্তমানে কাজের সুবিধার্থে পরিবার নিয়ে ঢাকা থাকেন।

মাদরাসার কতৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটি দৈনিক প্রায় অর্ধপারা সবক শোনাত। এবং শেষের দিকে একপারা শোনাত। 
মেয়েটির শিক্ষক বলেছেন, সে অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আরও আগে থেকেই তার মধ্যে এই অসাধারণ মেধার ছাপ পরিলক্ষিত হয়েছিল। সে খুব অল্প সময় নিয়েছে কুরআন শরীফ নাজেরা পড়তে। 

মাদরাসার কতৃপক্ষ আরও বলেছেন, একইসঙ্গে আরও একটি মেয়ে ৯ মাসে হাফেজা হয়েছেন। তার নাম সাওয়ানা ইসলাম তাইয়্যেবা। বাবার নাম তাজুল ইসলাম। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওই হিফজ বিভাগে প্রায় একশ ছাত্রী পড়াশোনা করছেন। এ বছর ২০ জন ছাত্রী হিফজ শেষ করবেন। প্রতিবছরই তারা মাদরাসা ভিত্তিক জাতীয় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় হিফজ পরীক্ষায় মেধাতালিকা দখলসহ গৌরবময় ফলাফল করে আসছেন।

মিরপুরে মেয়েদের মধ্যে কোরআনের আলো জ্বালতে এই হিফজখানা সাত বছর যাবৎ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি মাদরাসার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদরাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে কথা বলতে 01921537070 এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। 

মাদরাসার মুহতামিম : মুফতি সাইদ আহমাদ। 

খতিব : বাইতুল আতিক জামে মসজিদ। 

ঠিকানা : মিরপুর ২, কাঁচা বাজারের পূর্ব পাশে ইবরাহিম টাওয়ার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ