রবিবার, ১৮ মে ২০২৫ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান নির্বাচন হতে পারে ডিসেম্বরেই তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা ‘সমমনা ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করলে বিজয় সম্ভব’ আরও সাঁড়াশি ইসরায়েল, গাজায় ব্যাপক স্থল হামলা শুরু জমিয়ত সহ-সভাপতি আব্দুল কুদ্দুস কাসেমীকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব  সৌদি-ইসরায়েলের সম্পর্ক ঠেকাতে গাজায় ঝরল ৫৩ হাজার প্রাণ এবার খুলনা সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে হাতপাখার প্রার্থীর মামলা ‘আত্মস্বীকৃত পতিতাদের অনতিবিলম্বে গ্রেফতার করুন’ বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা কমিটি গঠন মানবিক করিডর ও সমুদ্র বন্দর সিদ্ধান্ত জাতীয় স্বার্থের পরিপন্থী: ইসলামী ঐক্যজোট 

এবার খুলনা সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে হাতপাখার প্রার্থীর মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী ঘোষণা করার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতিপূর্ণ ফলাফল ঘোষণার বিরুদ্ধে আব্দুল আউয়াল এই মামলা দায়ের করেন। রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় খুলনা যুগ্ম জেলা জজ ১ম বিচারক মোঃ খোরশেদ আলমের আদালতে এবং নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়।

মামলার আরজিতে আব্দুল আউয়াল অভিযোগ করেন, নির্বাচনে হামলা-মামলার মাধ্যমে ভোটগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং বুথ থেকে হাতপাখা দলের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। তিনি বলেন, “আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১৫৪৮২৫ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হলেও প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হতেন।”

তিনি আরও দাবি করেন, নির্বাচনে ব্যাপক জালিয়াতি, আতংক সৃষ্টি এবং ভোটকেন্দ্রে অনিয়মের কারণে তার দল প্রকৃত ফলাফল থেকে বঞ্চিত হয়েছে। এরই মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধি অনুযায়ী আব্দুল খালেকের ফলাফল বাতিল এবং আব্দুল আউয়ালকে প্রকৃত বিজয়ী ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

মামলার শুনানি আগামী ২৮ মে নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোহাম্মদ সরোয়ার হোসেন বন্দ, মোহাম্মদ বাদশা খান, নুরুজ্জামান বাবুল, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, মেহেদী হাসান সৈকত, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ সজিব, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, আমিনুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ