বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর অন্তর্গত টঙ্গী পূর্ব থানার দায়িত্বশীলদের নিয়ে গত ১৮ মে ২০২৫, শনিবার, বাদ এশা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগরীর সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জী।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাওলানা কেফায়েতুল্লাহ আল মাদানী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোস্তফা মাহমুদ, শফিকুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদসহ টঙ্গী পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা ও পরামর্শক্রমে মাওলানা তাজুল ইসলাম ফারুকীকে সভাপতি এবং মাওলানা লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পূর্ব থানা কমিটি ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান গাজীপুর মহানগরীর সহ-সভাপতি মাওলানা কাফায়েতুল্লাহ আল মাদানী।
এনএইচ/