শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

সৌদি আরবে অনন্য সম্মানে ভূষিত সাইয়্যেদ আরশাদ মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে অনন্য সম্মানে ভূষিত হয়েছেন ভারতের মুসলিমদের অভিভাবক এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী। তিনি সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে ‘মাজমাউ খাদিমিল হারামাইনিশ শারিফাইন লিল হাদিসিন নাবাবিয়্যিশ শরিফ’ এর মজলিসে আমেলার সদস্য নির্বাচিত হয়েছেন। এটাকে সৌদি আরবে একটি মর্যাদাপূর্ণ পদ হিসেবে মনে করা হয়।

জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে সাইয়্যেদ আরশাদ মাদানী পবিত্র মদিনায় একজন সদস্য হিসেবে মজলিসে আমেলার বৈঠকে অংশ নিয়েছেন।

এছাড়া মদিনায় সফরকালে ভারতের প্রখ্যাত এই আলেম বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

সাইয়্যেদ আরশাদ মাদানী ভারতের বিখ্যাত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। তাকে অন্যতম অভিভাবক হিসেবে মনে করে ভারতের মুসলিমরা। মুসলিম স্বার্থ রক্ষায় তিনি বিভিন্ন সময় জোরালো ভূমিকা পালন করে থাকেন।

আরশাদ মাদানীর বাবা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানি এবং বড় ভাই সাইয়্যেদ আসআদ মাদানী ছিলেন বাংলাদেশে আলেম-উলামাদের আধ্যাত্মিক রাহবার। তারা নিয়মিত বাংলাদেশ সফরে আসতেন। আরশাদ মাদানিও বছরে একাধিকবার বাংলাদেশ সফর করে থাকেন। বিচক্ষণ রাজনৈতিক নেতা ও ইসলামি স্কলার হিসেবে বিশ্বব্যাপী তাঁর ব্যাপক পরিচিত রয়েছে। ২০১২ সালে তিনি রাবেতায়ে আলম আল ইসলামির সদস্যপদ লাভ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ