রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


হামাসের হাতে বন্দিদের তথ্য প্রকাশ করল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করলো ইসরায়েল।

ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বন্দিদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করবো।
এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা-মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন- জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাতালি রানান।

প্রথমে তাদেরকে রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তাদেরকে নেওয়া হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর থেকেই বন্দি মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: আল জাজিরা,

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ