বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী  ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

কচ্ছপ খেয়ে  ৯ জনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ তানজানিয়ায় সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে ৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ৮ জনই শিশু। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

দেশটির জাঞ্জিবার দ্বীপপুঞ্জের পেম্বা দ্বীপে গত শনিবার এ ঘটনা ঘটেছে। সামুদ্রিক কচ্ছপের মাংসকে জাঞ্জিবারে একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এটি ক্রমাগত খাওয়ার ফলে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়।

চিকিৎসকরা বলছেন, ওই বিষক্রিয়া থেকেই তাদের মৃত্যু হয়েছে। মকোয়ানি জেলা মেডিকেল অফিসার ড. হাজি বাকারি বলেন, মৃতদের মধ্যে একজন প্রাপ্ত বয়ষ্ক মা রয়েছেন। তিনি গত শুক্রবার মারা গেছেন। তার আগে গত মঙ্গলবার তিনি কচ্ছপের মাংস খেয়েছিলেন বলে জানা গেছে।

চিকিৎসক বাকারি বলেন, ল্যাব পরীক্ষায় এটি নিশ্চিত হওয়া গেছে, মৃত ব্যক্তিরা সবাই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছিলেন। তানজানিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবার। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, সামুদ্রিক কচ্ছপ না খাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পেম্বা দ্বীপে ইতিমধ্যে একটি দল পাঠানো হয়েছে।

তবে তানজানিয়ায় কচ্ছপের মাংস খেয়ে মৃতের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে পেম্বাতে কচ্ছপের মাংস খেয়ে তিন বছর বয়সী শিশুসহ ৭ জন মারা গিয়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ