শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

যুদ্ধ বিরতিতে ইসরায়েল-হামাসের আলোচনা, মিসরের মধ্যস্থতায় অগ্রগতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

 

আওয়ার ইসলাম ডেস্ক : গাজায় চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে নতুন ও সংশোধিত প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার ভোরে জানিয়েছে, হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে এবং মিসরের রাজধানীতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল তার আগের দাবির তুলনায় কিছুটা নমনীয় হয়েছে এবং গাজায় হামাসের হাতে আটক ১১ জন ইসরায়েলি বন্দির বিষয়ে পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। যেখানে ইসরায়েল গত মাসেও ১১ জনকে একযোগে মুক্তির দাবি জানিয়েছিল, সেখানে হামাস মাত্র ৫ জন জীবিত বন্দি মুক্তি দিতে রাজি ছিল।

মিসরীয় মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক দিনগুলোতে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে, যার মাধ্যমে ৮ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রস্তাবটি উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল আরও জানায়, ইসরায়েল চায় যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দুই সপ্তাহের মধ্যেই জীবিত বন্দিদের মুক্তি দিতে। যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, এই বিরতি ৪৫ দিন স্থায়ী হবে। তবে ইসরায়েল হামাসের পূর্বের দাবিকে প্রত্যাখ্যান করেছে, যেখানে তারা চক্রাকারে বন্দি মুক্তির দাবি করেছিল।

ইসরায়েলের সংশোধিত প্রস্তাবে, প্রতিটি ইসরায়েলি বন্দির বিনিময়ে ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা হ্রাস করা হয়েছে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন ফিলিস্তিনির মুক্তির বিষয়েও এখন নতুন করে চিন্তা করা হচ্ছে বলে একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।

মধ্যস্থতাকারী মিসর এই প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করতে দুই পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ