শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

তিন মাসে ওমরাহ পালন করেছেন ৬৫ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর ওমরাহ পালনকারীদের সংখ্যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম তিন মাসের ওমরাহযাত্রীর সংখ্যার তথ্য প্রকাশ করেছে সৌদি আরব।

২০২৫ সালের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের ৬৫ লাখের বেশি লোক ওমরাহ পালন করেছেন। গত সোমবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ওমরাহ ও জিয়ারাহ ফোরামের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

আল-রাবিয়া বলেছেন, গত বছরের একই সময়ের তুলনায় বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রী ও দর্শনার্থীর সংখ্যা ১১ শতাংশেরও বেশি বেড়েছে। যা ক্রমবর্ধমান চাহিদা এবং বিশ্বজুড়ে হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি আরবের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ।

তিনি বলেন, হারামাইন হাইস্পিড রেলওয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে যাত্রী সংখ্যা ২০২২ সালের ৩৩ লাখ থেকে বেড়ে ২০২৪ সালে ৮৮ লাখে পৌঁছেছে। এই বৃদ্ধি পবিত্র দুই মসজিদে হজযাত্রী ও দর্শনার্থীদের প্রদত্ত পরিষেবার মান ও দক্ষতার চলমান উন্নতিকে প্রতিফলিত করে।

আল রাবিয়া আরো বলেন, ‘দর্শনার্থীর সংখ্যার দিক থেকে মক্কা নগরী সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। তা ছাড়া পবিত্র রওজা শরিফের দৈনিক ধারণক্ষমতা ৫২ হাজারের বেশি দর্শনার্থীতে উন্নীত করা হয়েছে।’ তিনি বলেন, ‘এই ফোরামে ৩৩০টি লাইসেন্সপ্রাপ্ত সৌদি ওমরাহ কম্পানি অংশগ্রহণ করেছে। এসব কম্পানি ৮ হাজার আন্তর্জাতিক ওমরাহ এজেন্টের সঙ্গে সরাসরি যুক্ত। এই ফোরামে চার হাজার চুক্তি স্বাক্ষরিত হবে, যা বৃহত্তর সহযোগিতা এবং ওমরাহযাত্রীদের পরিষেবা দেওয়ার পথ আরো সমৃদ্ধ করবে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ