পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার গভীর রাতে ভারতের ব্যাপক বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
এর আগে তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
এক বিবৃতিতে ভারতীয় সেনবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সামনের গ্রামগুলোতে ভারী মর্টার শেলিং করেছে।
ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, পুঞ্চের কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোট, রাজৌরি জেলার লাম, মাঞ্জাকোট এবং গম্বীর ব্রাহ্মণা থেকে গোলাগুলি চালানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ আটজন নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ।
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
এনএইচ/