বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬


৬ মাসে হাফেজ হলো বাবা-মায়ের স্নেহবঞ্চিত শরিফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের মিঠাপুকুরের শরিফুল ইসলাম। বয়স ১৩ বছর। তার বয়স যখন সাত বছর তখন সে হারায় বাবাকে। মাও চলে গেছেন নতুন সংসারে। এই প্রতিকূলতার মধ্যেও মাত্র ছয় মাসে কুরআন হিফজ করে সবাইকে তাক লাগিয়ে দিলো এই কিশোর।

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর গ্রামের আজিজার-জুলেখা দম্পতির ছেলে শরিফুল ইসলাম। বর্তমানে সে জায়গীরহাট পুরাতন গরুহাটি সংলগ্ন দারুত তাকওয়া মডেল মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শরিফুল যখন সাত বছরের, তখনই তার বাবা মারা যান। এরপর তার পড়াশোনা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। এমন সময় পাশে দাঁড়ান দারুত তাকওয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হাসান আহমেদ আফেন্দী। তিনি শরিফুলকে নিজের খরচে গত বছরের ডিসেম্বরে মাদরাসায় ভর্তি করান।

শরিফুল প্রথমে কায়দা ও আমপারা শেখে। এরপর মাত্র ছয় মাসেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে। তার এমন অর্জনে খুশি মা জুলেখা বেগম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকাবাসী।

মা জুলেখা বেগম বলেন, আমি সন্তানকে লালন-পালনের সামর্থ্য না রাখলেও মাঝেমধ্যে দেখতে যেতাম। আজ শরিফুল হাফেজ হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি মাদরাসার পরিচালক হাসান আহমেদ আফেন্দীর প্রতি কৃতজ্ঞ।

দারুত তাকওয়া মডেল মাদরাসার পরিচালক মুফতি হাসান আহমেদ আফেন্দী বলেন, শরিফুল খুবই মেধাবী ও উদ্যমী। আমি তাকে ছোটবেলা থেকেই সঙ্গে রেখেছি। মাত্র ছয় মাসেই সে পুরো কোরআন হিফজ করেছে। আমরা সবাই তার অর্জনে আনন্দিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ