বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব আব্দুল হালিম সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দলটি।
এক শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মরহুম একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। তিনি তাঁর সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন নীতিবান প্রবীণ নাগরিককে হারাল।
মাওলানা আবুল হাসনাত জালালীর পিতা আলহাজ্ব আব্দুল হালিম সাহেব বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার গহড়া গ্রামে।
তিনি এক স্ত্রী, চার কন্যা ও ছয় পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, বিশেষ করে মাওলানা আবুল হাসানাত জালালী সাহেবের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা তাঁর নিজ গ্রাম গহড়ায় অনুষ্ঠিত হবে।
এমএম/