বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে সাবেক এই আইজিপিকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। একপর্যায়ে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের সাবেক এই আইজিকে গত ৩ সেপ্টেম্বর রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পরে বেশ কয়েকটি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে আবারও সাতটি মামলায় তাকে ৪৩ দিনের রিমান্ড দেয়া হয়।

উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশের জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে ফজলুলসহ অনেকেই আহত হন। পরবর্তীতে রাত ৯টা ১৯ মিনিটের দিকে ফজলুল করিমকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহত ফজলুল করিমের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলায় ৬ নম্বর এজাহারনামীয় আসামি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ